22 November 2023
ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন উরফি, কেন?
উরফি জাভেদ, নিজেকে ফ্যাশন স্টার বলেই মনে করেন তিনি। তাঁর মতো ছকভাঙা পোশাক সম্প্রতিতে পরে কেউ নজর কাড়েনি। তাই সর্বদাই তিনি খবরের শিরোনামে।
উরফির কথায় এটাই তাঁর এখন লাইম লাইটে থাকার উপরা। উরফি জানান, তাঁকে সেভাবে কেউ কাজ দিচ্ছে না। তাই এভাবেই তিনি সকলের নজরের কেন্দ্রে।
উরফি জাভেদ প্রথম থেকেই তাই ফ্যাশন নিয়ে তাই সচেতন। পাশাপাশি ক্যামেরা দেখলেন তিনি সদাই থাকেন তৎপর। তবে এবার তার ব্যতিক্রম হল।
উরফি জাভেদ ক্যামেরা দেখেই মুখ লুকিয়ে ফেললেন। এদিকে যেমন তাঁর টিম সবাইকে জানিয়ে থাকেন, তিনি কখন কোথায় থাকছেন, এবার ঘটল উল্টো। কিন্তু কেন
হঠাৎ কী হল উরফি জাভেদের? তিনি কোনও মেকআপে ছিলেন। ওয়ার্কআউট করে ফিরছিলেন স্টার। সেই সময় গাড়ির কাঁচ নামাতেই পাপারাৎজিদের ভিড়।
সকলেই ঘিড়ে ধরলেন তাঁকে। কিন্তু তাতে বেজায় অসন্তুষ্ট হলেন উরফি জাভেদ। মুখ ঢেকে নিলেন হাত দিয়ে। জানালেন তাঁকে বাজে দেখতে লাগছে।
যদিও পাপারাৎজিরা তাঁকে সান্তনা দিয়ে জানান, যে তাঁকে বেশ ভালই লাগছে, তবে তা মানতে মোটেও রাজি ছিলেন না উরফি জাভেদ।
বর্তমানে উরফির ঝুলিতে বেশ কয়েকটি কাজ। রিয়্যালিটি শোয়ের সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন অভিনেত্রী। তবে ছবির জন্যও এখন চেষ্টা জারি তাঁর।
Learn more