05 February 2024

'আমি মরিনি', মদ্যপান নিয়ে এ কী বললেন উরফি? 

credit: Pinterest

TV9 Bangla

সম্প্রতি পুনম পান্ডের মিথ্যে মৃত্যুর খবর নিয়ে শোরগোল সর্বত্র। একের পর এক খবর প্রকাশ্যে উঠে আসতে দেখা যাচ্ছে। যা নিয়ে রীতিমত চর্চা সর্বত্র। 

কেউ করছেন কটাক্ষ, কেউ করছেন ব্যঙ্গ, কেউ কেউ আবার রীতিমত মেজাজ হারিয়ে তীব্র আক্রমণ করছেন পুনমকে। উঠছে আইনি পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গও। 

এবার সেই বিতর্ক উষ্কে উরফির পোস্ট করলেন নজর কাড়ল। উফি জাভেড মানেই ট্রেন্ডি। উরফি মানেই ভাইরাল পোশাক ও বিতর্ক। তবে এবার আর পোশাক বিতর্ক নয়। 

এমন এক প্রসঙ্গে কথা বললেন, যা নিয়ে সচরাচর সেলেবরা মন্তব্য করেন না। কী এমন বললেন উরফি? মদ্যপান নিয়ে সচেতন করলেন সকলকে। 

যদিও স্পষ্ট করে দিতে ভুললেন না যে তিনি মরেননি। আর এই প্রসঙ্গেই উঠল হাসির রোল। ঠিক কী বলেছেন তাঁর পোস্টে উরফি, আগে পড়ে নেওয়া যাক। 

উরফির কথায়, বন্ধুরা আমি মৃত নই। শুধু সচেতনতা প্রচারের চেষ্টা করছি হ্যাংওভার নিয়ে। যখন আপনি মদ্যপান করছেন, আমি ভাবছেন আপনি প্রাণবন্ত। 

এরপর তিনি বলেন, তবে পরের দিন, আপনি অনুভব করবেন আপনি মৃত। কিন্তু সত্যি আপনি মরবেন না। হ্যাংওভার প্রসঙ্গে এমনই মন্তব্য করতে দেখা যায় উরফিকে। 

উরফির এই পোস্ট দেখে সকলেই একপ্রকার মজা পেলেন, কেউ কেউ লিখলেন, সত্যি আপনার এই পোস্টে মজা পেয়েছি। উরফি যে মজা করার জন্যই এমনটা করেছেন, তা  এক শ্রেণির স্পষ্ট দাবি।