আসছে 'গদর ৩'?
24August 2023
গদর ২, ছবি তৈরির আগে অধিকাংশই পরিচালক থেকে শুরু করে অভিনেতাদের জানিয়েছিলেন ছবি চলবে না
তবে বাস্তব চিত্রটা যে পাঠান ছবিকেও বেজায় সমস্যায় ফেলে দেবে তা অনেকেরই জানা ছিল না
খোদ আমিশা প্যাটেল জানিয়েছিলেন, তাঁকে বলা হয়েছিল তিনি যে এই ছবিতে অভিনয় না করেন
কিন্তু ছবি মুক্তি পাওয়া মাত্রই তা ভক্ত মনে ঝড় তোলে, বক্স অফিসের অঙ্কটাই পাল্টে যায়
কয়েকদিনের মধ্যেই ছবি ৫০০ কোটির দরজায় পৌঁছে যায়। দিন এগোলেও কমছে না ছবির আয়
এই ট্রেন্ড দেখেই এবার ভক্তমনে প্রশ্ন গদর ৩ কি তবে এবার আসতে চলেছে? মাঝে শোনা গিয়েছিল আসবে বর্ডার ২
কিন্তু গদর ৩ নিয়ে খুব একটা চর্চা না হলেও ছবির শেষ অংশে এর ইঙ্গিত স্পষ্ট, ছবির কাস্টরাও তেমনই জানালেন
বুদ্ধি করে যদি শেষ অংশ দেখা যায়, তবে বোঝাই যাবে যে গদর ৩ ছবিও তৈরি করা হতে পারে, যদিও এখনও কিছু ফাইনাল নয় বলেই খবর
এখন দেখার সামনেই জওয়ান মুক্তি, ততদিন পর্যন্ত বক্স অফিসে গদর ঝড় বজায় থাকে কি না ?
Learn more