এবার কি 'জওয়ান' পার্ট ২?
9 September 2023
এবার এই ছবিরও সিক্যোয়েল আসতে চলেছে? না, স্পয়লার নয়। শাহরুখ খানের জওয়ান ছবির শেষে তেমনই ইঙ্গিত।
ছবির শেষে স্পষ্ট বলে দেওয়া রয়েছে ছবির সিক্যোয়েল আসবে। কারণ শাহরুখ খানের কাছে চলে আসে নতুন কেস
তবে এবার আর দেশের বুকে নয়। সোজা বিদেশে। সুইসব্যঙ্ক-এ হানা দেবেন শাহরুখ খান। তবে কবে আসছে ছবির সিক্যোয়েল?
তা নিয়ে এখন কোনও খবর প্রকাশ্যে আসেনি। যদিও এরই মাঝে টুকলির তকমা লাগল জওয়ান ছবির গায়ে।
নেটমাধ্যমের এক বড় অংশের দাবি 'জওয়ান' ছবির কন্টেন্ট মোটেই খাঁটি নয়। তা আদপে টুকলি।
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘থাই নাডু’র সঙ্গে নাকি মিল রয়েছে ছবির। ছবির একাধিক অংশের সঙ্গে নাকি মিল রয়েছে এই ছবির।
‘জওয়ান’ ছবিতে যে প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে, সে সবই নাকি রয়েছে ওই ছবির চিত্রনাট্যে।
ভারতের বুকে শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ছবি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে, তবে দ্বিতীয় দিনে ছবির আয় বেশ খানিকটা কমল।
ভারতের বুকে ‘জওয়ান’ হিন্দি ভার্সান ৬৫.৫০ কোটি আয় করেছে প্রথমদিন, দ্বিতীয়দিনে ৪৬.২৩ কোটি আয় করেছে এই ছবি।
Learn more