7 March 2024

'শেষ দিন', পার্টি মুডে  মালাইকা

TV9 Bangla

বেশ কিছুদিন ধরে বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসতে দেখা যাচ্ছে মালাইকা আরোরাকে। কারণ একটাই এই বয়সে এসে কেউ যে নিজেকে এভাবে ধরে রাখতে পারেন তা মালাইকা আরোরাকে না দেখলে বিশ্বাস করা দায়।                                             

তবে কিছু বছর আগে তিনি দাবি করেছিলেন তিনি নিরামিষ খাবার খান আমিষ খাবার ছুঁয়েও দেখেন না আমিষ খাবার শরীরের জন্য মোটেও ভাল নয়, সবুজ শাকসবজি যত খাওয়া যায় ততই ভাল।                                             

তবে বর্তমানে রিয়ালিটি শো-এর ব্যাকস্টেজ থেকে যে ভিডিওগুলো ফারাহ খানের মাধ্যমে ভাইরাল হতে দেখা যায় সেখানে বেশিরভাগ দিনে মাংস কিংবা মাছ উঠে আসতে দেখা গিয়েছে মালাইকার পাতে।                                            

তা নিয়ে সোশ্যাল মিডিয়া এক শ্রেণি তাঁকে কটাক্ষ করতে পিছপা হয়নি। নেট দুনিয়া প্রশ্ন তুলেছে নিজের ডায়েট নিয়ে অযথা মিথ্যা কথা বলার প্রয়োজন কি?                                          

তবে এবার এই রিয়ালিটি শো-এর চলতি সিজনের শেষ পর্বে এসে মালাইকা এ কী কথা বলে বসলেন। একইভাবে এদিনও ফারবা খান ভিডিয়ো করছিলেন, কার বাড়ি থেকে কী কী খাবার এসেছে তা দেখাতে।                                             

আর সেখানেই মালাইকার বাড়ি থেকে সম্পূর্ণ ভেজ খাবার আনা হয়েছে, মালাইকা বারবার সেই খাবারের নাম গুলো উল্লেখ করে স্পষ্ট বলে দিলেন এই সবকটাই কিন্তু নিরামিষ।                                             

যদিও তিনি কোনও কটাক্ষকে উল্লেখ করলেন কিনা তা স্পষ্ট নয়। বরাবরই ট্রোলকে খুব একটা গুরুত্ব দিতে দেখা যায়নি মালাইকাকে।                                           

 ফলে এই দিনও যে তিনি নেটিজেনদের ইঙ্গিতেই বুঝিয়ে দিলেন তা এক কথায় স্পষ্ট হয়ে গেল এক শ্রেণির কাছে। পাশাপাশি এদিন শেষ পর্বে শুটিং থাকায় তাদের বলতে শোনা গেল 'আজই শেষ, ইচ্ছা করছে এই খাবারগুলোকে নিয়ে বাড়িতে গিয়ে পার্টি করি।'