রচনা বন্দ্যোপাধ্যায় সদ্য রাজনীতির ময়দানে পা রেখেছেন। তিনি সকলের দিদি নম্বর ওয়ান। ২০২৪ সালে এসে রাখলেন রাজনীতির ময়দানে পা।
রচনা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে রাজনীতির ময়দানে। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না।
অবশেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে হুগলি থেকে লড়ছেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়, একের পর এক সোশ্যাল পোস্ট তাঁর বর্তমানে ভাইরাল।
সোশ্যাল মিডিয়াতে বারবরই সক্রিয় তিনি। মহিলাদের মনের কথা দিনের পর দিন মন দিয়ে শুনতে দেখা যায় তাঁকে। সাধারণদের অনুপ্রণিত করেন তিনি তাঁর শো দিয়ে।
তবে রচনা বন্দ্যোপাধ্যায় মানেই এখন ব্র্যান্ড শো দিদি নম্বর ওয়ান। প্রতিদিন রচনার সঙ্গে সকলে দেখা করার জন্য থাকেন মরিয়া। কখন বিকেলে শুরু হবে রিয়্যালিটি শো।
তবে দিদি রাজনীতির ময়দানে নামতেই একশ্রেণির মনে প্রশ্ন তবে কি তিনি এই শো থেকে সরে যাবেন, যদিও তা নিয়ে কিছুই জানান নি রচনা, তবে অভিনয় জগতে থেকে সক্রিয় রাজনীতি করতে দেখা গিয়েছে বহু মানুষকেই।
ফলে রাজনীতির সঙ্গে অভিনয় কিংবা ক্যামেরার সামনের কাজ ছেড়ে দেওয়াতে কোনও যোগসূত্র নেই। তিনি দর্শক মনে যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন।
তাই এখনই এই নিয়ে কোনও চিন্তারই প্রয়োজন নেই। ভোটের প্রচার মিছিল মিটিং সবই থাকবে, তারই মাঝে দর্শক চায় রচনা বন্দ্যোপাধ্যায় যেন ঘড়ি ধরে পর্দার সামনে হাজির হয়ে যান।