17 January 2024

বিয়ের পিঁড়িতে রাকুল? 

TV9 Bangla

Credits: Facebook

রাকুল প্রীত সিং, দক্ষিণী দুনিয়া থেকে সিনেপাড়ার যাত্রা শুরু। একের পর এক ছবি করে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে ডেটিং-এর খবর। 

একটা সময় সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন তিনি। অজয় দেবগণের সঙ্গে ছবি করার পর মজা করে তিনি বলেছিলেন তাঁকে বয়ষ্করা প্রেমের প্রস্তাব দিচ্ছে। 

তবে ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গে প্রেম করছেন, তেমন খবর প্রকাশ্যে আসেনি। বরং সামনে এসেছিলেন জ্যাকি ভাগনানির নাম। তাঁর সঙ্গে একাধিকবার দেখা যায় রাকুলকে। 

তবে সম্পর্কের কথা একেবারেই মেনে নিতে রাজি নন তিনি। এমনই সময় সিনেদুনিয়ায় নতুন খবর ছড়িয়ে পড়তে দেখা যায়। শোনা যায় তিনি বিয়ের পিঁড়িতে বসছেন। 

রাকুল প্রীত নাকি বিয়ে করতে চলেছেন জ্যাকিকে। তাঁকে দেখা মাত্রই পাপারাৎজিরা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। 

যদিও সম্প্রতি রাকুল এক সাক্ষাৎকারে বলেছিলেন দীর্ঘদিন তিনি নাকি সিঙ্গল ছিলেন। তিনি বোঝেন যে সেলেবদের জীবনে ব্যক্তিগত বলে কিছু থাকে না। 

তবে দিনের শেষে তাঁরাও মানুষ, তাঁদেরও আবেগ আছে। এই বলে বিয়ের প্রসঙ্গে এড়িয়ে গিয়েছেন তিনি। তবে তাঁরা যে এই মরসুমেই বিয়ে করছেন সেই খবর পাকা বলেই জানাচ্ছে একশ্রেণি। 

সম্প্রতি রাকুলকে দেখা যায় পার্লার থেকে বেরতে। সেখান থেকেই বেরনোর সময় রাকুলকে দেখে অনেকেই শুভেচ্ছা জানালেন। কিন্তু তিনি  তারও উত্তর দিলেন না।