6 January 2024

সলমনের কপালে কি আদৌ বিয়ে আছে?

credit: istock

TV9 Bangla

কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সলমন খান, এই প্রশ্ন বছরের পর বছর ধরে চলছে ভক্তদের মনে। বার বার সকলেই জানতে চেয়েছেন ভাইজানের কুষ্টি

জীবনে এসেছে একাধিক প্রেম। এসেছে একাধিক নারী। কোনও সম্পর্কই স্থায়ী হয়নি ভাইজানের। যদিও আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দেন, তিনি সিঙ্গল নন। 

তিনি কোনও না কোনও সম্পর্কে আছেন ঠিকই, তবে বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন কেন সলমন, চিন্তার ভাঁজ রয়েছে তাঁর মায়ের কপালেও।

তিনি মাঝে মধ্যেই বাস্তু মেনে অনেক কিছু পরিবর্তন করে থাকেন, এই ভেবে হয়তো সলমন খানের বিয়ের ভাগ্য খুলবে। কিন্তু তেমনটা হয়নি। 

সলমন খান এখনও বিয়ে নিয়ে কোনও মন্তব্যই করেননি। যদিও তিনি যে আর বিয়ের পথে হাঁটবেন না, তা অনেকেই ধরে নিয়েছেন। 

তবে ভাগ্যের লিখন কে খণ্ডায়? সলমন খানের কুষ্টি অনুযায়ী, তিনি ২০২২ সালের মধ্যে বিয়ে করলে, হবে, নয়তো আর কোনও সম্ভাবনা নেই। 

তাঁর নাকি রাহু ও মার্স সপ্তম ঘরে রয়েছে। ভেনাস ভীষণ দুর্বল। সেই কারণেই সলমন খানের সম্পর্কের ঘর এতটাই দুর্বল। যা নিয়ে রীতিমত চিন্তায় তাঁর মা।

ফলে সলমন খানের বিয়ের আশা কুষ্টি অনুযায়ী এবার ছেড়ে দেওয়াই উচিত। তিনি এই বিষয় নিজেও বেশি কথা বলতে পছন্দ করেন না।