04 November 2023
শাহরুখের প্রতি আস্থা হারাচ্ছেন সলমন
স্পাই ইউনিভার্সে এই প্রথম নাম লেখালেন সলমন খান। টাইগার থ্রি দিয়েই এই যাত্রা শুরু। দিওয়ালিতে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সলমন খানের এই ছবি
বছরের শুরু থেকেই ছবিতে বিগ স্টারদের কেমিও নিয়ে সকলের নজর আটকে। যেমন শাহরুখ খানের ছবিতে টাইগার লুকে হাজির হয়েছিলেন সলমন
শোনা গিয়েছিল তাঁর ছবিতেও থাকতে চলেছেন শাহরুখ খান। অর্থাৎ টাইগার থ্রি ছবিতে নাকি কেমিও করবেন তিনি। খবর পাক্কা, তবে নতুন খবর এল সামনে
ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেই অংশের শুটিং। ছবি এখন প্রস্তুত, কেবল মুক্তির অপেক্ষা। শাহরুখ ভক্তরাও রয়েছেন তাই এই ছবির অপেক্ষায়। এমনই সময় সামনে এল চমক
স্পাই ইউনিভার্সে এই প্রথম জায়গা করে নিলেন সলমন খান। এবার তাঁর ছবিতে তাই কেবল শাহরুখ নন, সঙ্গে থাকতে চলেছেন ওয়ার স্টার হৃত্বিক রোশন
বলিউড সূত্রে শেষ বেলায় এমনই খবর এল সামনে। যা ঘিরে এবার জল্পনা তুঙ্গে। হৃত্বিক রোশন বেশ খানিকটা বিরতির পর পর্দায় জায়গা করে নিচ্ছেন
তিনি বেশ কয়েকটি বড় ছবির কাজ নিয়ে ব্যস্ত। যদিও ইতিমধ্যেই হয়ে গিয়েছে ফাইটার ছবির শুট। এতদিন শাহরুখ খান, সলমনের মধ্যে কেমিও-র খবর সীমাবদ্ধ ছিল।
এই খবর সামনে আসতেই একশ্রেণির প্রশ্ন তবে কি কেবল শাহরুখের ওপর আস্থা রাখতে পারছেন না সলমন? এবার হৃত্বিককেও তাই নিলেন দলে?
Learn more