উরফি জাভেদ, বলিউডের ভাইরাল কুইন তিনি। ফ্যাশন দুনিয়ায় এক অন্য সংজ্ঞা বহন করেছেন এই সেলেব। যা নিয়ে বিতর্কর অন্ত নেই। যদিও তিনি এই বিষয় ভাবিত নন
ফলে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয় মুখ। রিয়্যালিটি শোয়ের মঞ্চেও তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়। তিনি এবার যা করলেন, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে শোরগোল
গোপনে বিয়ে করে ফেললেন উরফি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কারণ সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি হোমকুণ্ডের সামনে বসে আছেন।
পাশে বসে এক অজ্ঞাত পুরুষ। মুখ ঢেকে থাকার কারণে তিনি কে তা চেনা গেল না। কিন্তু কোথাও গিয়ে তিনি কি সত্যি বিয়ে সেরেছেন, এমন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে
উত্তর যদি না হয়, তবে তা কীসের ছবি। সেই প্রশ্নও উঠছে ভক্তমহলে। সব মিলিয়ে এখন এই সেলেবকে নিয়ে চর্চা তুঙ্গে। যদিও উরফি যে বিয়ে করেননি তা নিশ্চিত বলা যায় না
কারণ এই বিষয় তিনি মুখ খোলেননি, অথচ এই ছবি ভাইরাল। উল্টোদিকে তিনি যে সত্যি বিয়ে করে ফেলেছেন তারও কোনও নিশ্চিত খবর মেলেনি।
সেই সূত্রেই এখন উরফিকে নিয়ে জল্পনা তুঙ্গে। উল্টোদিকে উরফি এখন তাঁর কেরিয়ার গোছাতে ব্যস্ত রয়েছেন। চাইছেন ভাল কোনও চরিত্রে অভিনয় করতে
কিন্তু উরফির কথায় তাঁর সেইব স্বপ্ন অধরা থেকে যাচ্ছে, কারণ তিনি যে ধরনের চরিত্র চাইছেন, তেমন কোনও কাজের অফার তাঁর ঝুলিতে নেই।