মেকআপ শুরুর আগে ত্বক পরিষ্কার করুন।

ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং জরুরি। তারপর মেকআপ শুরু করুন।

তৈলাক্ত ত্বকে মেকআপ করার আগে প্রাইমার ব্যবহার করুন।

তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা মেকআপ সবসময় পরিষ্কার রাখবেন।

তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা ম্যাট-ফিনিশ পণ্য ব্যবহার করুন।

তৈলাক্ত ত্বক যেহেতু ব্রণর হওয়া সম্ভাবনা বেশি থাকে তাই ত্বকের খেয়াল রাখুন।

মেকআপ তোলার সময়ও ত্বকের যত্ন নিন। তবেই ত্বক ভাল থাকবে।