করোনা আবহে বেড়াতে যাচ্ছেন? অতিরিক্ত মাস্ক এবং স্যানিটাইজার অতি অবশ্যই সঙ্গে রাখুন।
আপনি যে কোভিড টিকা নিয়েছেন তাঁর সঠিক প্রমাণ রাখুন। যেখানে যাচ্ছে সেখানকার কোভিড বিধি ভাল করে জেনে নিন।
ব্যাগের মধ্যে আলদা করে গুছিয়ে রাখুন প্রয়োজনীয় ওষুধপত্র। সঠিক সময়ে যাতে হাতের কাছে সেগুলো খুঁজে পান তেমন জায়গায় রাখুন।
এই পরিস্থিতিতে বাইরের জল না খাওয়াই ভাল। তাই সঙ্গে রাখুন জলের বোতল।
পাওয়ার ব্যাঙ্ক আর এক্সট্রা চার্জার রাখতে কিন্তু একেবারেই ভুলবেন না।