শিশুদের ত্বক খুব সহজেই শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে যায়। কীভাবে ত্বকের যত্ন নেবেন, জানুন
শীতে শিশুকে আরামদায়ক ও বাড়তি গরম জামা-কাপড় গায়ে দিয়ে রাখবেন।
২-দিন অন্তর তা পরিষ্কার করে , রোদে দিয়ে ফের পরান।
শিশুদের এই সময় প্রতিদিন স্নান করান। তাতে শরীর থাকবে সুস্থ ও স্বাভাবিক।
বড়দের থেকে শিশুদের শরীরে শীতের অনুভূতি বেশি থাকে। তাই পর্যাপ্ত পরিমাণে গরম জামা-কাপড় দিন।
ত্বকের বিশেষ যত্ন নিতে অবশ্যই ময়েশ্চারাইজার, লোশন ব্যবহার করুন।