ত্বককে ভাল রাখতে প্রতিদিন মুখ ধোয়া জরুরি।
মুখ পরিষ্কার করতে কেউ ক্লিনজার ব্যবহার করেন, কেউ ফেসওয়াশ।
কিন্তু মুখ ধোয়ার ক্ষেত্রে কিছু সাধারণ ভুল সকলেই করে থাকেন।
মুখ পরিষ্কার করার ক্ষেত্রে এসব সাধারণ ভুলই ত্বকের সমস্যা ডেকে আনে।
মুখ ধোয়ার জন্য গরম জল নয়, সবসময় সাধারণ ঠান্ডা জল ব্যবহার করুন।
মুখ ধোয়ার আগে অবশ্যই হাত ধুয়ে নিন। এতে সংক্রমণের ঝুঁকি কমে যায়।
অ্যালকোহল, ক্ষার যুক্ত ফেসওয়াশ এড়িয়ে চলুন। মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন।
মুখে খুব জোরে ফেসওয়াশ ঘষবে না। আলতো হাতে বুলিয়ে মুখ ধুয়ে নিন।
এমনকী মুখ ধোয়ার পরও তোয়ালে দিয়ে মুখ ঘষবে না। প্যাড ড্রাই করে নিন।