আন্টার্কটিক 'সাদা মরুভূমি'। বিশ্বের সবচেয়ে বৃহত্তম বরফের মরুভূমি।
আর্কটিক ডেসার্ট। কানাডা, ডেনমার্ক, নরওয়ে, রাশিয়া সুইডেন ও আমেরিকার বৃহত্তম শীতলতম মরুভূমি।
সাহারা মরুভূমি। বিশ্বের সবচেয়ে উষ্ণতম ও বৃহত্তম মরুভূমি। এই আফ্রিকান মরুভূমিতে দিনে অত্যাধিক গরম ও রাতে তেমনি ঠান্ডা।
পশ্চিম এশিয়ার আরব মরুভূমিটি ইয়ামেন, ওমান, জর্ডন ও ইরাক পর্যন্ত বিস্তৃত। এশিয়ার বৃহত্তম মরুভূমি এটি।
নামিবিয়া, বতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত কালাহারি মরুভূমি।
গোবি ডেসার্ট। উত্তর-পশ্চিম চিন ও দক্ষিণ মঙ্গোলিয়ার অন্তর্গত এই মরুভূমিটি হিমালয়ের ছায়ায় অবস্থিত।