বাংলার বিখ্যাত রথযাত্রা কোনগুলি, জানা আছে?
পুরীর রথযাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাহেশের রথের চাকাও ঘোরে।
মায়াপুরের ইস্কন মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত রথ উৎসব।
গুপ্তিপাড়ায় এই রথ উৎসবের সূচনা করেন মধুসূদানন্দ।
শতাব্দী প্রাচীন আমোদপুরের রথযাত্রা প্রবর্তন করেন তত্কালীন জমিদার পরিবার।
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রানী জানকী দেবী রথ যাত্রার সূচনা করেন।