মুক্তি পেয়েছে মাধবনের ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'
ছবিতে ক্যামিও চরিত্রে শাহরুখ খান
কিং খানকে দীর্ঘ ৪ বছর পর পর্দায় দেখে উচ্ছ্বসিত ভক্তরা
ফ্যানরা মনে করছেন, ক্যামিও হলেও ছবিতে শাহরুখের উপস্থিতি ছবির মান ১০০ গুণ বাড়িয়ে দিয়েছে।
এ বছর কান চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে ছবিটি...
মাধবনের জন্যই বিনা পারিশ্রমিকে ছবিতে ক্যামিও করেছেন শাহরুখ...