e CWG 2022: এজবাস্টনে ভারত-পাক লড়াই, আগ্রহ তুঙ্গে – TV9Bangla

কমনওয়েলথ গেমসে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে

৩১ জুলাই এজবাস্টনে খেলা হবে ম্যাচ

আয়োজকদের আশা, সেদিন স্টেডিয়াম ভরে যাবে দর্শকে

এই প্রথম কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে

কমনওয়লথের অভিষেকে পদক জিততে মরিয়া হরমনপ্রীত কৌররা