রবিবার মারা গেলেন কিংবদন্তি ডিজাইনার ভার্জিল অ্যাবলো।
মাত্র ৪১ বছর বয়সে চলে গেলেন এই মার্কিন ডিজাইনার।
বেশ কয়েক বছর ধরে বিরল ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন৷
লুই ভুটোনের পুরুষদের পোশাক সংগ্রহের শৈল্পিক পরিচালক এবং অফ-হোয়াইট লেবেলের সিইও তিনি।
ফরাসি ফ্যাশন হাউসের প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান সৃজনশীল পরিচালক, স্ট্রিট ওয়্যার যেমন হুডি এবং স্নিকার্স ক্যাটওয়াকে নিয়ে এসেছিলেন
প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে ফ্যাশন দুনিয়ায় ইতিহাস তৈরি করেছিলেন ভার্জিল।