কলকাতার এই দোকানগুলিতে পাবেন দারুণ সব বেনারসি

30  October 2023

সামনেই বাঙালির বিয়ের মরশুম। অঘ্রাণ মাসেই হয় যাবতীয় বিয়ের অনুষ্ঠান। এই সময় আবহাওয়া ভাল থাকে, ফলে সুন্দর করে সাজা যায়। মেকআপ করা যায়। সব মিলিয়ে আঘ্রাণ হল বিয়ের পারফেক্ট সময়

বিয়ের বেনারসির সঙ্গে মেয়েদের অন্য একটা ইমোশন জড়িয়ে থাকে। সকলেই চান আজীবন সেই শাড়িটি আলমারিতে সযত্নে রেখে দিতে। বিয়ের শাড়ি কেনা নিয়ে সকলেরই অনেক স্বপ্ন থাকে

বিয়ের দিনে লাল বেনারসিতে দেখতেই সবচেয়ে ভাল লাগে। যদিও এখন অনেক রকম রং নিয়ে সকলে এক্সপেরিমেন্ট করেন। কিন্তু লাল রঙের ধারেকাছে কেউ আসতে পারে না

অনেকেই বেনারসি কিনে ফেলেছেন ইতিমধ্যে। আবার অনেকেরই এখনও কেনা হয়নি। তাই রইল কলকাতার কিছু ভাল বেনারসি দোকানের হদিশ। এখান থেকে পছন্দের শাড়ি কিনতে পারবেন আপনিও

বিয়ের দিনে লাল বেনারসি, লাল ওড়না, শোলার মুকুট, সোনার গয়নাতে দেখতে অসাধারণ লাগে। সঙ্গে নাকে নথ, চন্দনের কলকা, গলায় ফুলের মালা- কনের দিক থেকে চোখ ফেরানোই যেন যায় না

দক্ষিণ কলকাতায় ইন্ডিয়ান সিল্ক হাউস, বেনারসি কুঠি, বেনারসি প্যালেস, প্রিয় গোপাল বিষয়ী, আদি ঢাকেশ্বরী সব দোকানেই খুব সুন্দর বেনারসি পাওয়া যায়। আপনার যেমনটা পছন্দ তেমনই পাবেন

এছাড়াও আদি অক্ষয়, সারঙ্গ এসব দোকানেও খুব সুন্দর বেনারসি পাওয়া যায়। বড় বাজারেও রয়েছে এই দুটি দোকানের শাখা, আর তাই আদি অক্ষয়, প্রিয় গোপাল বিষয়ীতে একবার অবশ্যই খোঁজ করুন

এছাড়াও অনেক জিজাইনার এখন বিয়ের শাড়ি বানান। আর তাই ডিজাইনার স্টোর, বিশেষ কোনও ডিজাইনারের কাছে দেখতে পারেন। আপনার পছন্দমতো শাড়ি তিনি বানিয়ে দেবেন, চেষ্টা করবেন বিয়ের দিন লাল-খয়েরি এসব রঙই পছন্দ করতে