পকোড়া থেকে গ্রেভি ঘন করা। রান্নার বিভিন্ন কাজে ব্যবহার হয় কনফ্লাওয়ার।
কিন্তু শুধু স্বাদ বাড়াতে হেঁসেলে নয়। রূপচর্চাতেও কাজে লাগে কনফ্লাওয়ার।
ত্বককে সুস্থ, উজ্জ্বল এবং সুন্দর রাখতে কর্নফ্লাওয়ারের জুড়ি মেলা ভার। ত্বকের দাগছোপ, বলিরেখাও দূর করে।
কর্নফ্লাওয়ারে ভিটামিন এ, সি এবং ই-র মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি র্যাডিক্যালের হাত থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকে বলিরেখা পড়তে দেয় না।
বাড়িতেই কর্নফ্লাওয়ার আর কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ফেসপ্যাক।
এক টেবিল চামচ মধু এবং কর্নফ্লাওয়ারের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যাক ত্বকের আর্দ্রতা বজায় রাখে, জেল্লা বাড়ায় এবং ত্বক টানটান রাখে।
দুই টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে গেলে জলে ধুয়ে ফেলুন। ব্রণ-প্রবণ ত্বকের জন্য দারুণ উপকারী এই ফেস প্যাক।