বর্ষায় গাড়ির মধ্যে ভেজা ভাব হয়ে থাকে।
স্যাঁতসেঁতে ভাব দূর করার সহজ উপায় আছে।
আজ থেকেই মেনে চলুন সেই সব টিপস।
কিছুক্ষণ রোদে দরজা খুলে রাখার চেষ্টা করুন।
জল বেরনোর প্লাগ খুলে দিন।
এতে ভিতরে জমা জল নিমেষেই গায়েব হবে।
মাইক্রোফাইবার কাপড় দিয়ে কাঁচ মুছুন।
পোর্টেবল ফ্যানের ব্যবহার করুন।
গাড়ির ভিতরে সিলিকা জেলের ব্যবহার করতে পারেন।