ফাওয়াদ খান পাকিস্তানি সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড করেছেন তাঁর নতুন ছবি ‘মৌলা জাট’ দিয়ে।
ছবিতে তাঁর নায়িকা মাহিরা খান। ছবির প্রথম দিনের কালেকশন ৫০ কোটি।
ছবির সাফল্য উপলক্ষে ফাওয়াদের কাছে প্রশ্ন বলিউডকে মিস করেন কি না।
সোনম কাপুরের সঙ্গে ‘খুবসুরত’ ছবি দিয়ে তিনি বলিউডে পা রাখেন।
তিনি জানান, এখানে তাঁর অনেক বন্ধু রয়েছে। রাজনৈতিক কারণে তাতে কোনও প্রভাব পড়েনি।
তবে এখন দুই দেশের মধ্যে কাজ বন্ধ রয়েছে রাজনৈতিক কারণে।
তাই এই বিষয়ে এখনই কথা বলা ঠিক নয় মনে করেন ‘কাপুর অ্যান্ড সন’, ‘আয়ে দিল হ্যায় মুশকিল’ অভিনেতা ফাওয়াদ।