প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। এদিন সারা বিশ্বজুড়েই যেন প্রেমের আরাধনা চলে।

শুধু ভ্যালেন্টাইন ডে নয়, প্রিয়জনের জন্য প্রতি ভালোবাসার আবেগকে ধরে রাখতে গোটা একটা সপ্তাহ ধরে পালন করা হয় এই প্রেমের সপ্তাহ।

৭ ফেব্রুয়ারি থেকে ভ্যালেন্টাইন্স উইক রোজ ডে দিয়ে শুরু হয়। গোলাপ হল প্রেমের প্রতীক। এদিন প্রিয়জনকে গোলাপ ফুল দিয়ে ভালবাসার অনুভূতি জাগানোর দিন।

৮ ফেব্রুয়ারি, প্রোপোজ ডে। এদিন প্রিয়জনকে প্রেমের প্রস্তাব দেওয়ার নিয়ম রয়েছে। চিরকালের প্রতিশ্রুতিবদ্ধ করার দিন।

৯ ফেব্রুয়ারি, চকোলেট ডে। ভালোবাসা কখনও চকোলেট ছাড়া সম্ভব নয়। তাই সম্পর্ক মজবুত রাখতে এক বাক্স চকোলে উপহার দিন।

১০ ফেব্রুয়ারি, টেডি ডে: এ দিনে পার্টনাররা টেডি উপহার দিয়ে তাদের ভালবাসা ও সম্পর্ক দৃঢ় করার দিন।

১১ ফেব্রুয়ারি, প্রমিজ ডে: একে অপরকে প্রমিজ রাখার দিন। শত দুঃখ-কষ্টেও পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার দিবস।

১২ ফেব্রুয়ারি হাগ ডে। ভালোবাসা মানেই শরীরের হাতছানি নয়, ভালোবাসার মানুষের মধ্য়ে উষ্ণ আলিঙ্গনও মধুরতা বজায় রাখে।

১৩ ফেব্রুয়ারি, কিস ডে। রোম্যান্টিক মুহূর্তেরা এলোমেলো করে জড়িয়ে ধরে যুগলদের।

১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটি প্রেম ও রোম্যান্সের প্রতীক। এদিন প্রিয়জনকে উপহার দিয়ে সারপ্রাইজ দেওয়ার দিন। ভ্য়ালেন্টাইনের সঙ্গে সময় কাটানোর দিন।