বহু জটিল শারীরিক সমস্যার ঘরোয়া প্রতিকার উঠে আসে এই মেথি ভেজানো জল থেকে
রাতে শোবার আগে, অল্প মেথি নিয়ে তা জলে ভিজিয়ে নিন। তারপর সকালে উঠে তা পান করতে হবে।
এক্ষেত্রে মেথির সঙ্গে এক চামচ জোয়ানও মেশাতে পারেন। এতেও ভাল ফল পাওয়া যায়। তবে টানা ১ মাস খেতেই হবে
মেথির জলই শুধু নয়, দক্ষিণ ভারতের বহু জায়গায় পেট খারাপের অব্যর্থ পথ্য হিসাবে মেথিকে ব্যবহার করা হয়
মেথির দানা জলে ভিজিয়ে তা নরম হলে বেটে নিতে হবে। সঙ্গে মধু মিশিয়ে খেয়ে নিতে হবে। এতে ওজন কমে দ্রুত
সকালে খালি পেটে মেথির জল পান করলে তা অ্যান্টাসিডের মতো কাজ করে। অ্যাসিডিটির সমস্যায় ভাল কাজ করে
ব্লাড সুগার কমাতে এই জল খুবই উপকারি। অঙ্কুরিত মেথি আরও ভাল