হার্ডডিস্ক স্লো হয়ে যেতে পারে।

কখনও কখনও ডিটেক্ট করবে না।

আপনি সেভ/ডিলিট করতে পারবেন না, ডিলিট করলে তা আবার ফিরে আসবে।

কম্পিউটারের যাবতীয় কাজ স্লো হয়ে যেতে পারে, হ্যাং হতে পারে।

কাজের সময় হার্ডডিস্কে প্রচণ্ড শব্দ হতে পারে।

মাঝেমধ্যে অন করার সময় বুট ডিস্ক Error Report দেখাবে।

ফাইল করাপ্ট হয়ে যেতে পারে বা ফাইল উধাও হয়ে যেতে পারে।