ইলেকট্রনিক ডিভাইসের চার্জার নিয়ে ঝঞ্ঝাট শেষ।
Type-C চার্জারকে স্ট্যান্ডার্ড চার্জার হিসাবে ঘোষণা করেছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS।
এখন একই চার্জার দিয়ে দু'লক্ষ টাকার আইফোন আর পাঁচ হাজারের অ্যান্ড্রয়েড ফোন, দুইই চার্জ করা যাবে।
ল্যাপটপ নিয়ে একটা বড় সমস্যা মিটবে। প্রতিটি কোম্পানির আলাদা আলাদা চার্জার আর লাগবে না।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এই তথ্য জানিয়েছে।
ই-বর্জ্য রোধের লক্ষ্যে BIS এই পদক্ষেপ নিয়েছে।
গ্রাহকদের আলাদাভাবে চার্জারও কিনতে হবে না এবং বহনও করতে হবে না।