একটি সাদা কাগজে পেন দিয়ে পায়ের বুড়ো আঙুল থেকে গোড়ালি পর্যন্ত এঁকে নিন।
এবার ওই কাগজের উপর ফিতে দিয়ে পায়ের মাপ মেপে নিন।
সেন্টিমিটারে আপনি পায়ের মাপ পেয়ে যাবেন।
এবার অনলাইনে যে জুতো পছন্দ করবেন, সেই জুতোর কোম্পানির সাইজ চার্ট দেখুন।
সাইজ চার্ট দেখে পায়ের মাপ অনুযায়ী জুতো অর্ডার করুন।
অনলাইনে একটু বড় সাইজের জুতো কেনাই ভাল। আর কেনার আগে অবশ্যই রিভিউ দেখে নিন।
জুতো কেনার আগে অবশ্যই রিটার্ন কিংবা এক্সচেঞ্জ পলিসি দেখে নেবেন।