জ্যোতিষশাস্ত্রে চন্দনের ভূমিকা হিন্দু ধর্মে অনেকটা জায়গা জুড়ে অবস্থিত।
সকালে ঘুম থেকে উঠেই হাত-মুখ ধোওয়ার সময় সাদা চন্দন বেটে হাত ধুয়ে নিন।
প্রতি রবিবার ভোরে স্নান করে কপালে লাল চন্দনের তিলক পড়তে পারেন।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কপালে চন্দনের ফোঁটা দিলে সব সঙ্কট থেকে মুক্তি পাওয়া যায়।
বিবাহ হতে যদি দেরি হয়, তাহলে সাদা চন্দনের টুকরো করে দেখাশোনার সময় পাত্র বা পাত্রীরা তা হাতে রাখুন।
পড়ুয়াদের ক্ষেত্রে ভাল ফলাফলের জন্য় চন্দনের তিলক পড়া শুভ। ভাল রেজাল্টের জন্য চন্দনের এই টোটকা মেনে চলতে পারেন।
কোনও দরকারি কাজে বাড়ির বাইরে বের হলে চন্দনের ফোঁটা নিতে ভুলবেন না। শুভ বলে মনে করা হয়।