ভারতে লঞ্চ হয়েছে ফায়ার বোল্টের নতুন নিনজ়া ঘড়ি।
ফায়ার বোল্ট নিনজ়া ২ আসলে একটি স্মার্ট ওয়াচ।
ভারতে ফায়ার বোল্ট নিনজ়া ২ স্মার্ট ওয়াচের দাম ১৮৯৯ টাকা।
কেবল মাত্র অ্যামাজন থেকেই এই ঘড়িটি কিনতে করতে পারবেন কাস্টমাররা।
ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের জন্য এই স্মার্টওয়াচ IP68 রেটিং পেয়েছে।