টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

কর্মাশিয়াল থেকে অন্যধারার সিনেমা সবেতেই নজর কাড়েন তিনি

ট৬০ বছরেও সুঠাম চেহারা ধরে রেখেছেন বুম্বা দা। এই ফিট অ্যান্ড ফাইন চেহারার রহস্য কী?

অত্যন্ত কঠোর ডায়েটের মধ্যে থাকেন তিনি

 শোনা যায় ২০ বছর হতে চলল ভাত দাঁতে কাটেন না প্রসেনজিৎ

বাইরের কোনও খাবার মুখে তোলেন না। মিষ্টি তো একেবারেই বাদ

 শুটিংয়ে যখন থাকেন তখন খান ডাবের জল, ব্ল্যাক কফি ও টক দই 

ডায়েটের পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও করেন