মাছে-ভাতে বাঙালির খেতে অনেক সময় গলায় মাছের কাঁটা আটকে যায়। এই সময় কাজে লাগান ঘরোয়া টোটকা।
প্রথম ভয় পাবেন না। ভাত খেতে বসে এমন ঘটলে শুকনো ভাত ভালো করে দলা পাকিয়ে শুধু গিলে নিন।
পাকা কলা খেতে পারেন। ছোট ছোট কামড় দিয়ে কলা খান। এতে কাঁটা গলা থেকে নেমে যেতে পারে।
এই দুই উপায়ে কাজ না হলে আপনি অ্যাপেল সাইডার ভিনিগারের সাহায্য নিতে পারেন।
এক কাপ ইষদুষ্ণ গরম জলে এক বড় চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খান। এতে কাজ হতে পারে।
একইভাবে আপনি গরম জলে লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। এতেও কাঁটা সহজেই নেমে যাবে।
গলায় মাছের কাঁটা বিঁধলে অল্প পরিমাণ অলিভ অয়েল খেয়ে নিন। এতে কাঁটা নেমে যাবে।