সারা আলি খান পিসিওএস-এর সমস্যায় ভুগছেন। জেনে তিনি সারাদিন কী-কী খাবার খান এবং কীভাবে বজায় রাখেন ফিটনেস...
সারার ব্রেকফাস্টে থাকে ইডলি। এছাড়াও তিনি মাঝে ব্রাউন ব্রেড খেয়ে থাকেন।
দুপুরের খাবারে সারা খান মুসুর ডাল, সবজির তরকারি, রুটি এবং সালাদ।
রাতের খাবার সব সময় হালকা খান সারা। রুটি আর একবাটি সবজি। সঙ্গে থাকে সালাদ।
এছাড়াও সইফ-কন্যা ড্রাই ফ্রুটস, বাদাম, বীজকে ডায়েটে রাখেন।
আর তাজা ফল এবং ফলের রস পান করেন সারা আলি খান।