ঋতুস্রাব শুরুর আগে ব্রণর সমস্যা দেখা দেয়।
পিসিওএস-এর সমস্যা থাকলেও ঋতুস্রাবকালীন সময়ে ব্রণ দেখা দেয়।
কিন্তু উৎসবের মরশুমে ব্রণ আপনার সাজের মার্ধুযকে নষ্ট করে দিতে পারে।
তাই পুজোয় রাতারাতি ব্রণ দূর করতে ভরসা রাখুন ঘরোয়া টোটকার উপর।
কাঁচা হলুদ বেটে ব্রণর উপর মিনিট কুড়ি লাগিয়ে রাখুন।
তুলসি পাতা বেটে ব্রণর উপরে প্রলেপ লাগান।
ব্রণর ব্যথা থেকে রেহাই পেতে অ্যালোভেরার জেল লাগিয়ে নিন।