আগের দিন পরা কাজল চোখ থেকে তুলে ফেলুন।

ভাল করে চোখের কোণ ও চোখের তলা পরিষ্কার করুন।

কাজল পরার আগে চোখের চারপাশে বরফ ঘষে নিন।

কাজল পরার আগে চোখের চারপাশে কমপ্যাক বা লুজ় পাউডার লাগিয়ে নিন।

স্মাজপ্রুফ কাজল ব্যবহার করুন।

অল্প পরিমাণ কাজল নিন এবং ফ্ল্যাট ব্রাশের সাহায্যে চোখে টেনে নিন।

খুব বেশি কিংবা মোটা করে কাজল পরবেন না। এতে ঘেঁটে যেতে পারে।