গরম মানেই মশার উপদ্রোপ
মশার কামড়ে নাজেহাল? ত্বকে লাল-লাল ছোপ বা চুলকানি হচ্ছে?
জেনে নিন এর থেকে বাঁচার উপায়
যে জায়গায় মশা কামড়েছে সেখানে মধু লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে নিন
ওই স্থানে বেকিং সোডাও লাগাতে পারেন, এতে ইনফেকশনের ভয় থাকে না
ক্ষতের মধ্য়ে টি-ব্য়াগও লাগাতে পারেন, এতে জ্বালা কমে
এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ওটমিলও