ঘন কালো দাড়ির চাহিদা এখন তুঙ্গে
ঘন কালো চাপ দাড়ি যুক্ত পুরুষের প্রমে পড়েন বহু মেয়ে
তবে অনেক পুরুষেরই ঘন দাড়ি ওঠে না
কিছু উপায় রয়েছে যার দ্বারা ঘন দাড়ি পাওয়া সম্ভব
নীলগিরির তেলে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ব্যাকটেরিয়াল গুণ
যা দ্রুত চুলের বৃদ্ধি ঘটায়। দাড়িতে মাখুন এই বিশেষ তেল
অ্যালোভেরা ও পেঁয়াজের পেস্ট তৈরি করে দাড়িতে লাগাসে মিলবে উপকার
এছাড়া আমলকির তেলেও বাড়বে দাড়ির বৃদ্ধি
কারিপাতা পেস্ট করে লাগালেও অল্পদিনেই বাড়বে দাড়ি