খেতে গিয়ে লিপস্টিক উঠে যায়? রূপটানে বদল আনুন।

লিপস্টিক পরার আগে ঠোঁট এক্সফোলিয়েট করে নিন।

ঠোঁটের আর্দ্রতা কমে গেলে লিপস্টিক বেশিক্ষণ থাকে না।

ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে লিপবাম ব্যবহার করে লিপস্টিক পরুন।

লিপস্টিক পরার আগে লিপ প্রাইমার ব্যবহার করুন।

লিপস্টিক দীর্ঘ স্থায়ী করতে ওয়াটার প্রুফ লিপস্টিক ব্যবহার করতে পারেন।

গাঢ় রঙের লিপস্টিকও আপনি ব্যবহার করতে পারেন।