দোল শেষ। এবার চুলের যত্ন নেওয়ার পাল্লা। নাহলে হবে চুলের দফারফা অবস্থা।
সারারাত মেথিদানা জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে মেথির পেস্ট বানিয়ে নিন।
টক দইয়ের সঙ্গে মেথির পেস্ট মিশিয়ে চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখুন।
শ্যাম্পু করার আগে সাধারণ জল দিয়ে প্রথমে চুল ধুয়ে নিন।
তারপর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
এরপর স্ক্যাল্পে লেবুর রস লাগিয়ে রাখুন ৫ মিনিট। এতে স্ক্যাল্পের ক্ষয় এড়াতে পারবেন।
চুল ভাল করে ধুয়ে নিন। শুকিয়ে নিন। তারপর তেল মেখে নিন। এতে চুল ও স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকবে।