ফোনে চার্জ দিয়ে কখনই কথা বলবেন না। মেসেজও না করারই চেষ্টা করবেন।
ফোনের নিয়মিত যত্ন নিন। ফোনের পিছনে কভার থাকলে তা খুলে পরিষ্কার করা প্রয়োজন।
সারাক্ষণ ফোন চার্জে বসিয়ে রাখবেন না। অতিরিক্ত চার্জের ফলে ব্যাটারি দ্রুত খারাপ হয়।
ব্যবহার করলেই যদি ফোন গরম হতে শুরু করে তাহলেই অবশ্যই একবার ফোনের চেকআপ করিয়ে নিন।
এখন গরমকাল। তাই চেষ্টা করবেন ফোন যেন সরাসরি বেশি রোদের সংস্পর্শে না আসে। এতে ফোন গরম হয়ে ফেটে যেতে পারে।