লোকাল চার্জার দিয়ে চার্জ করলে স্মার্টফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে।
শুধু তাই নয় এতে ফোনের মাদার বোর্ডও নষ্ট হয়ে যেতে পারে।
লোকাল চার্জারের মাধ্যমে চার্জ করার কারণে স্মার্টফোনের ব্যাটারি লাইফ অনেক কমে যায়।
অনেকেই ফাস্ট চার্জার ব্যবহার করেন, এতে অনেক সময়ই ব্যাটারি ব্যাকআপ কম হয়।
সারাদিনে ঘন ঘন ফোন চার্জ করলেও ব্যাটারির ক্ষতি হতে পারে।
কখনও কখনও এর প্রভাব ফোনের প্রসেসরের উপরেও পড়ে।
খুব প্রয়োজন না থাকলে ব্যাটারি লেভেল 30% অবধি পৌঁছানোর পর প্লাগ ইন করুন।