মিল্ক শেক তৈরির সময় সবার আগে ব্লেন্ডারে দুধ দেওয়া জরুরি।

দুধের পরিমাণের দিকে খেয়াল রাখুন। প্রয়োজনে কম দুধ ব্যবহার করুন।

পানীয়ের ঘনত্ব বজায় রাখার জন্য দুধের পর আইসক্রিম দেবেন।

আইসক্রিম দেওয়ার আগে কিছুক্ষণ সেটা ফ্রিজের বাইরে রাখুন।

একদম শেষে মিল্ক শেকের অন্যান্য উপাদানগুলো ব্লেন্ডারে দিয়ে দেবেন।

উপাদান বেশি ব্লেন্ড করলে মিল্ক শেক পাতলা হয়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে আরেকটু আইসক্রিম মিশিয়ে দিন।