কোঁকড়ানো চুলের যত্ন নেওয়া কঠিন নয়। শুধু জানুন সঠিক উপায়।
কোঁকড়ানো চুলের ‘প্রি-শ্যাম্পু ট্রিটমেন্ট’ করুন। এতে চুলের রুক্ষভাব এড়ানো যাবে।
শ্যাম্পু করার আগে মাস্ক বা তেল লাগিয়ে শাওয়ার ক্যাপ জড়িয়ে রাখুন ২০ মিনিট।
কোঁকড়ানো চুলের বিশেষ শ্যাম্পু পাওয়া যায়। সালফেট ও প্যারাবেন মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।
শ্যাম্পু করার পরও অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। আর সিরাম ব্যবহার করতে ভুলবেন না।
চুল ধুতে সবসময় ঠান্ডা জল ব্যবহার করুন। ভিজে চুল কখনওই আঁচড়াবেন না।
আঙুল দিয়ে জট ছাড়িয়ে নিন। আর শুকিয়ে গেলে বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন।