এ বছরের গরম শুষ্ক। অর্থাৎ গরম লাগলেও ঘাম হচ্ছে না। এতেই বাড়ছে সমস্যা।

এই গরমে অনেকেই ঠোঁট ফাটার অভিযোগ জানাচ্ছেন।

ঠোঁট ফাটলে বারবার ঠোঁটের উপর জিভ বোলাবেন না। এতে ঠোঁট আরও শুষ্ক হয়ে যায়।

নিয়ম করে ১ দিন অন্তর ঠোঁট এক্সফোলিয়েট করুন। চিনি ও লেবুর রস দিয়ে ঠোঁট স্ক্রাব করে নিন।

রোদে বেরোলে ঠোঁটেও সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

ঠোঁটে নিয়মিত পেট্রোলিয়াম জেলি লাগান। এতে ঠোঁট ফাটা প্রতিরোধ করতে পারবেন।

শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে অবশ্যই লিপ বাম ব্যবহার করুন।