এক টানা বৃষ্টিতে জামাকাপড় শুকোতে চায় না। জামা থেকে দুর্গন্ধ ছাড়ে।

ওয়াশিং মেশিন কেচে শুকিয়ে নেওয়ার পর ভিজে ভাব থেকে যায়।

এই বর্ষায় জামাকাপড় থেকে দুর্গন্ধ দূর করতে মেনে চলুন সহজ টিপস।

জামা জমিয়ে না রেখে দিনের দিন কেচে ফেলুন। ভিজে জামা জড়ো করে রাখবেন না।

ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে ভিজে জামাকাপড় মেলে দিন। শুকনো না হওয়া অবধি ওভাবেই রেখে দিন।

যে ঘরে বায়ু চলাচল করে, সেখানে ভিজে জামাকাপড় শুকোতে দিন।

জামাকাপড় কাচার সময় সুগন্ধি ডিটারজেন্ট ব্যবহার করুন।

জামাকাপড় কাচার সাবানের সঙ্গে লেবুর খোসা বা ভিনিগার মিশিয়ে দিন।

যদি কখনও রোদে ওঠে, তাহলে অবশ্যই রোদে মেলে দিন জামাকাপড়।