গ্যাস বার্নার, সিলিন্ডার, স্টোভ সবই হল রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ

গ্যাস যদি গড়বড় করে তাহলে হেঁশেলে তালা পড়ে যায়

অনেক সময় বার্নার পরিষ্কার করার পরও তা ঠিকমতো জ্বলতে পারে না

ঘন ঘন গ্যাস বন্ধ হয়ে গেলে বা জ্বালানোর সমস্যা হলে সাবধান, সেখান থেকে হতে পারে বেশ সমস্যা

তখন বার্নারের শিখা কমে আসে, ঘন ঘন গ্যাস বন্ধ হয়ে গেলে অসুবিধাও হয়

ভিনিগার জলে বার্নার ভিজিয়ে রাখুন ১৫ মিনিট এরপর তা ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে

এবার ভাল করে শুকিয়ে নিয়ে তবেই গ্যাসের মুখে লাগিয়ে নিন

গ্যাসের পাইপও পরিষ্কার করুন অনেক সময় ময়লা বসে গ্যাস ঠিকমতো জ্বলে না

সবথেকে ভাল যদি রোজ গ্যাসের বার্নার পরিষ্কার করে নিতে পারেন