কলকাতার কোন খাবার সবচেয়ে প্রিয় সুস্মিতার?

মায়ের হাতে তৈরি চিলি চিকেন বড্ড প্রিয় এই বং-সুন্দরীর।

আত্মার শান্তির জন্য কলকাতার বিরিয়ানি পেলে কখনও হাতছাড়া করেন না।

দিন শুরু হয় এক গ্লাস গরম জল দিয়ে।

ব্রেকফাস্টের মেনুতে থাকে আদা চা, ৩টি ডিমের সাদা অংশ, এক বাটি যবের পুডিং।

দুপুরের খাবারে বেশিরভাগ সময় থাকে সেদ্ধ ভাত, ডাল, ভেজিটেবিল কারি বা মাংস। আর মরসুমি ফল।

সন্ধ্যের টিফিনে বেশিরভাগ সময়েই ভেজিটেবিল জুস বা এক বাটি উপমা অথবা ইডলি। সঙ্গে কফি।

রাতের খাবারের মেনু খুব সাদামাটা। সাধারণত পাতলা করে ডাল, বিনস আর রায়তা।

গ্রিলড ফিশ আর ভেজিটেবিল তাঁর ডায়েট চার্টে অবশ্যই থাকে।

সম্প্রতি ইনস্টা ঘেঁটে জানা গিয়েছে, জাপানিজ সুশিতে মজেছেন সুস্মিতা।

ফিটনেসের দিক থেকে বেশ কড়া সুস্মিতা। মার্সাল আর্ট ও মেডিটেশনের মাধ্যমেই ফিট থাকেন তিনি।