রান্নাঘরের বাসনপত্র ধুতে ভরসা সেই সিঙ্ক

এবার যাবতীয় ময়লা, খাবার পাস হয় সিঙ্কের পাইপ দিয়ে

সিঙ্ক পরিষ্কার করলেও এই পাইপ পরিষ্কার করার কথা মাথায় থাকে না

পাইপে নোমরা জমলে কিছুতেই জল পাস হবে না

বিশেষত খাবার, চা-পাতা এসবই জমে যায় সিঙ্কের পাইপে

সিঙ্কের পাইপ পরিষ্কার না করলে খুবই গন্ধ উঠে যায়

রান্নাঘরের সিঙ্কের পাইপ পরিষ্কার করতে প্রথমে এটি বের করে খোলা জায়গায় পরিষ্কার করুন

যে কোনও রাসায়নিক ক্লিনার এই পাইপের মধ্যে ঢাললেই তা পরিষ্কার হয়ে যাবে

খুব হালকা গরম জলের মধ্যে লেবুর খোসা আর ডিশওয়াশার মিশিয়েও ব্যবহার করতে পারেন