ইলেকট্রিক কেটলি খুবই কাজের জিনিস

তবে জল দিয়ে ধোওয়ার সময় কিছু নিয়ম মানতেই হবে

নইলে কেটলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে

ইলেকট্রিক কেটলি সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে

ম্যাগি বা চা বানিয়ে ফেলে রাখবেন না

এতে কেটলিতে দাগ পড়ে যায়, খাবার শুকিয়ে যায়

তবে সাবানের পরিবর্তে লিক্যুইড ডিশ ওয়াশার ব্যবহার করুন

কেটলিতে জল দিয়ে লেবুর স্লাইস দিয়ে ফুটতে দিন

এতে যাবতীয় গন্ধ দূর হয়ে যাবে