সকালে ব্রেকফাস্ট তৈরি করার জন্য হাতে বেশি সময় থাকে না।

কিন্তু ব্রেকফাস্টে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি।

হাতে কম সময়ে আপনি বানিয়ে নিতে পারেন 'হেলদি' প্যানকেক।

প্যানকেক তৈরি করতে একগাদা উপকরণের প্রয়োজন নেই।

মাত্র ৩টি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই প্যানকেক।

১টা পাকা কলা ম্যাশ করে নিন। এতে ২ ডিম মিশিয়ে ফেটিয়ে নিন।

স্বাদমতো মিশিয়ে দিন নুন ও দারুচিনির গুঁড়ো। প্যানে মাখন বা সাদা তেল ব্রাশ করুন।

এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিন। উভয় দিক ভাল করে ভেজে নিলেই তৈরি প্যানকেক।

উপর দিয়ে মধু ও তাজা ফল পরিবেশন করুন প্যানকেক।